Description
চুলের ঘনত্ব বৃদ্ধি এবং চুল পড়া রোধে মেহেদি পাতার জুড়ি নেই। মেহেদি দিলে চুলের গোড়া শক্ত হয়। চুলের রুক্ষতা দুর হয়। চুল পড়া কমে, ঝলমলে হয় এবং নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সমস্যা দুর করে মেহেদি পাতা। তাই আমরা নিজেদের বাগান থেকে মেহেদি পাতা সংগ্রহ করে , রোদে শুকিয়ে গুড়ো করে প্যাকেট জাত করে থাকি।
চুলের রুক্ষতা দুর করার জন্য:
মেহেদি পাতার গুড়ো চুলের জন্য কন্ডিশনারের মত কাজ করে চুলের রুক্ষতা এবং চুলের আগা ফাটা রোধ করে।
ব্যবহার বিধি:
এক কাপ মেহেদি পাতার গুড়োর সাথে 2/3 টেবিল চামচ অলিভ অয়েল এবং 1টি ভিটামিন ”ই” ট্যাবলেট মিশিয়ে নিয়ে চুলে লাগান। 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে চুলের রুক্ষতা এবং চুলের আগা ফাটা একে বারে বন্ধ হয়ে যাবে।
চুলের স্বাস্থ্য উজ্জল বৃদ্ধিতে:
চার টেবিল চামচ মেহেদি পাতার গুড়ো একটি পাকা কলা সামান্য পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবার গোসলের সময় আপনার রেগুলার শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর কন্ডিশনারের পরিবর্তে এই প্যাক পরো মাথায় আগাগোড়া লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন।
Reviews
There are no reviews yet.